বাংলাদেশ উন্মূক্ত বিশ্ববিদ্যালয় |
Bangladesh Open University |
 |
স্থাপিতঃ |
২১শে অক্টোবর,১৯৯২ |
ধরনঃ |
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পাবলিক
|
চ্যান্সেলর: |
বাংলাদেশের রাষ্ট্রপতি |
ভাইসঃ চ্যান্সেলরঃ | প্রফেঃ. ডাঃ. র. ই. ম.আমিনুর রাশেদ |
ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ |
৬৫০,০০০ (২০১২ইং) |
স্থানঃ |
বোর্ড, ঢাকা বিভাগ, বাংলাদেশ। |
প্রোগামঃ |
৪০টি। |
|
১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের ৭তম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে দুই ধরনের প্রোগ্রাম রয়েছে যার একটি ফরমাল প্রোগ্রাম এবং অন্যটি নন-ফরমাল প্রোগ্রাম।
ফরমাল প্রোগ্রাম এ একাডেমিক কোর্সসমূহ মাষ্টার ডিগ্রী পর্যন্ত নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হয়।
নন-ফরমাল প্রোগ্রামটি বাংলাদেশের নিম্ন শিক্ষাহারের জন্য পরিচালনা করা হয়। এখানে স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, মৌলিক বিজ্ঞান, কৃষি, খাদ্য, পুষ্টি ও মানব উন্নয়নের জন্য জ্ঞান ও অন্যান্য শাখা সর্ম্পকে মৌলিক ধারনা দেওয়া হয়।
এটিই একমাত্র বিশ্ববিদ্যালয় যা Distance Education Method ব্যবহার করে থাকে।
সর্বশেষ আপডেটঃ
|
No comments:
Post a Comment