Blogroll

Open University

বাংলাদেশ উন্মূক্ত বিশ্ববিদ্যালয়
Bangladesh Open University
Boulogo.png
স্থাপিতঃ ২১শে অক্টোবর,১৯৯২
ধরনঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পাবলিক
চ্যান্সেলর: বাংলাদেশের রাষ্ট্রপতি
ভাইসঃ চ্যান্সেলরঃ       প্রফেঃ. ডাঃ. র. ই. ম.আমিনুর রাশেদ
ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ৬৫০,০০০ (২০১২ইং)
স্থানঃ বোর্ড, ঢাকা বিভাগ, বাংলাদেশ।
প্রোগামঃ ৪০টি।

             ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের ৭তম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে দুই ধরনের প্রোগ্রাম রয়েছে যার একটি ফরমাল প্রোগ্রাম এবং অন্যটি নন-ফরমাল প্রোগ্রাম।
ফরমাল প্রোগ্রাম এ একাডেমিক কোর্সসমূহ মাষ্টার ডিগ্রী পর্যন্ত নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হয়।
নন-ফরমাল প্রোগ্রামটি বাংলাদেশের নিম্ন শিক্ষাহারের জন্য পরিচালনা করা হয়। এখানে স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, মৌলিক বিজ্ঞান, কৃষি, খাদ্য, পুষ্টি ও মানব উন্নয়নের জন্য জ্ঞান ও অন্যান্য শাখা সর্ম্পকে মৌলিক ধারনা দেওয়া হয়।
এটিই একমাত্র বিশ্ববিদ্যালয় যা Distance Education Method ব্যবহার করে থাকে।                                                                        


সর্বশেষ আপডেটঃ                              

No comments:

Post a Comment