Blogroll

Friday, April 12, 2013

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (Bau) এর ৪০ ছাত্রী খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (Bau) এর চল্লিশ আবাসিক মহিলা ছাত্রী ১১ই এপ্রিল রাতে হলের খাবার খাওয়ার কারণে খাদ্যে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়ে। সকালে  শেখ ফাজিলাতুননেসা মুজিব হলের আক্রান্ত ছাত্রীরা শহরের SK হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  Bau স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার  ডঃ সাহানা আক্তার, ছত্রীদের হাস্পাতালে ভর্তি করার পরামর্শ দেন।
হলের অধ্যাপক এ কে এম শামসুদ্দিন জানান, ছাত্রীরা তাদের পেটে ব্যথা অনুভব করে এবং জ্ঞান হারিয়ে ফেলে। ছাত্রীদের মধ্যে কেউ কেউ বমিও করেন বলে জানান।
এদের মধ্যে ২৫ জন কে হাসপাতাল থেকে দিয়ে দেওয়া হয় এবং বাকিরা হাসপাতালে আছে। কিন্তু, সবাই সব বিপদ সীমার বাইরে রয়েছে বলে হাসপাতালের ডাঃ ইসরাত সুলতানা জানান।

No comments:

Post a Comment