Blogroll

Saturday, April 27, 2013

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)

  সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


 ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।                                                                ১ x ৪০ = ৪০
১. জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করেন—
ক. দেবতারূপে
খ. ভ্রমররূপে
গ. মনরূপে
ঘ. আত্মারূপে
২. ‘বন্ধুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর’—কথাটি বলেছেন—
ক. রামকৃষ্ণ পরমহংসদেব
খ. স্বামী বিবেকানন্দ
গ. স্বামী লোকনাথানন্দ
ঘ. স্বামী পূর্ণানন্দ
৩. ঈশ্বরের সাকার রূপ হলো—
ক. ভগবান
খ. দেবদেবী
গ. গ্রহ
ঘ. নক্ষত্র
৪. বিষ্ণুর অবতার কয়টি
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
৫. পরশু শব্দের অর্থ হলো—
ক. লাঙ্গল খ. খড়্গ
গ. চক্র
ঘ. কুঠার
৬. উপাসনা একটি—
ক. সাপ্তাহিক কর্ম
খ. পাক্ষিক কর্ম
গ. মাসিক কর্ম
ঘ. নিত্যকর্ম
৭. ‘গাব তোমার সুরে দাও হে বীণাযন্ত্র’—কথাটি বলেছেন
ক. নরেন্দ্রনাথ
খ. সত্যেন্দ্রনাথ
গ. রবীন্দ্রনাথ
ঘ. দ্বিজেন্দ্রনাথ
৮. কারা ‘স’-এর স্থলে ‘হ’ উচ্চারণ করতেন—
ক. পারসিকরা
খ. গ্রিকরা
গ. আফগানরা
ঘ. তুর্কিরা
৯. বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে, তাকে বলে—
ক. ব্রাহ্মণ
খ. উপনিষদ
গ. আরণ্যক
ঘ. সংহিতা
১০. ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মাহাত্ম্য প্রাধান্য পেয়েছে—
ক. বেদে
খ. রামায়ণে
গ. পুরাণে
ঘ. মহাভারতে
১১. ফলাকাঙ্ক্ষাহীন কর্ম হলো—
ক. সকাম কর্ম
খ. সুকর্ম
গ. দুষ্কর্ম
ঘ. নিষ্কাম কর্ম
১২. স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম কী?
ক. বিনোদ
খ. আনন্দ
গ. সদানন্দ
ঘ. বিবেকানন্দ
১৩. ভগিনী নিবেদিতার জন্মস্থান—
ক. স্কটল্যান্ডে
খ. আয়ারল্যান্ডে
গ. লন্ডনে
ঘ. সুইজারল্যান্ডে
১৪. কত খ্রিষ্টাব্দে বিবেকানন্দ লন্ডনে যান—
ক. ১৮৯৩
খ. ১৮৯৪
গ. ১৯৮৫
ঘ. ১৮৯৬
১৫. পার্থকে কে উপদেশ দিয়েছিলেন—
ক. যুধিষ্ঠির
খ. দুর্যোধন
গ. শ্রীকৃষ্ণ
ঘ. বলরাম
১৬. ‘যত মত, তত পথ’—কথাটি বলেছেন—
ক. বিবেকানন্দ
খ. রামকৃষ্ণ
গ. সারদা দেবী
ঘ. রানি রাসমণি
১৭. চরিত্রকে উন্নত করে—
ক. ধন-দৌলত
খ. রামকৃষ্ণ
গ. শিষ্টাচার
ঘ. বংশ গৌরব
১৮. ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে অবতীর্ণ হন—
ক. বৃন্দাবনে
খ. মথুরায়
গ. গয়ায়
ঘ. পুরীতে
১৯. নারদকে বলা হয়—
ক. দেবর্ষি
খ. শ্রুতর্ষি
গ. ব্রহ্মর্ষি
ঘ. মহর্ষি
২০. দ্বাপর যুগে অত্যাচারী হয়ে উঠেছিলেন রাজা—
ক. শিবি
খ. রস্তিদেব
গ. শিশুপাল
ঘ. হরিশচন্দ্র
২১. শিকাগোয় পরমতসহিষ্ণুতা দেখিয়েছিলেন স্বামী—
ক. দেবানন্দ
খ. প্রণবানন্দ
গ. বেদানন্দ
ঘ. বিবেকানন্দ।

1 comment:

  1. Coin Casino: Home | Online Casino | Choegocasino
    Learn more about sbobet ทางเข้า Coin Casino. Choose from over 100 casino 온카지노 games and play your favorite casino games in one place. ✓Deposit 코인카지노 & Withdrawal Methods ✓Cashout Limit.

    ReplyDelete