Blogroll

Sunday, April 21, 2013

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : বাংলা ব্যাকরণ ও নির্মিতি

সাহিদা শিল্পী সহকারী প্রধান শিক্ষিকা, ইউসেপ তমিজউদ্দিন স্কুল, ঢাকা
তারিখ: ২২ এপ্রিল, ২০১৩
সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো।   আজ  তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতির ব্যাকরণ অংশের ‘ধাতু ও শব্দ গঠন’ থেকে আরো ৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
(২৬) কোনটি পর্তুগিজ শব্দ?
(ক) বালতি (খ) দারোগা
(গ) চাহিদা (ঘ) নালিশ
(২৭) প্রত্যয় সাধিত শব্দÑ
(ক) বইপত্র (খ) দিগন্ত
(গ) ঢাকাই (ঘ) অকাজ
(২৮) বাংলা ভাষার কোন শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই?
(ক) ধ্বন্যাত্মক শব্দ (খ) অনুকার শব্দ (গ) শব্দ দ্বৈত (ঘ) কোনোটিই নয়
(২৯) ‘মহিমা’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
(ক) মহি+মা  (খ) মহা-ইমা
(গ) মহা+ইমন  (ঘ) মহৎ+ইমন
(৩০) ঘৃষ ধাতুর বাংলা ধাতু কী?
(ক) ঘষা (খ) বিষ (গ) ঘষ (ঘ) ঘাষ
উত্তর : (২৬) ক, (২৭) গ, (২৮) ক, (২৯) ঘ (৩০) গ।

No comments:

Post a Comment