Blogroll

Saturday, April 27, 2013

বাংলাদেশ ও বিশ্বপরিচয়


  সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১৪০=৪০
১. বাংলাদেশের আইন অনুসারে জাতীয় নির্বাচনে ভোটদানের জন্য সর্বনিম্ন বয়সসীমা কত বছর?
ক. ১৬ বছর খ. ১৮ বছর
গ. ২০ বছর ঘ. ২৫ বছর
২. কোন তারিখে পাকিস্তানি সৈন্যরা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে?
ক. ৭ মার্চ, ১৯৭১ খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৭১
৩. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?
ক. সৈন্যসংখ্যা কম থাকা
খ. গোলাবারুদ কম থাকা
গ. সেনাবাহিনীর অদক্ষতা
ঘ. সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতা
৪. ‘বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস’ পালন করা হয় কেন?
ক. সকল শিশু মিলে র‌্যালি করার জন্য
খ. শিশুদের এক দিন ছুটি ভোগের সুযোগদানের জন্য গ. শিশুশ্রম বন্ধ করার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি জন্য
ঘ. শিশুদের মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপারে আগ্রহ সৃষ্টির জন্য
৫. পরিবেশ দূষণের জন্য সবচেয়ে দায়ী হলো—
ক. মানুষ খ. গবাদিপশু
গ. হাঁস-মুরগি ঘ. পোকামাকড়
৬. মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টিতে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক. সত্যবাদিতা খ. শৃঙ্খলাবোধ
গ. সময়ানুবর্তিতা ঘ. সামাজিক মূল্যবোধ
৭. মানচিত্রে দিক নির্দেশ করার জন্য নিচের চিত্রে তীর চিহ্ন কোন দিক নির্দেশ করছে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
৮. সরকারের স্বাস্থ্যকর্মী এসে তোমাদের বাড়ির নলকূপে লাল রং করে দিয়েছে। তথাপিও তোমাদের বাড়ির লোকজন ওই নলকূপের পানি পান করছে। তুমি তাদেরকে কী পরামর্শ দেবে?
ক. পানি পান করতে নিষেধ করব
খ. ইচ্ছেমতো পানি পান করতে বলব
গ. অল্প পরিমাণ পানি পান করতে বলব
ঘ. কেবল গবাদিপশুকে পানি পান করাতে বলব
৯. তোমাদের বিদ্যালয়টি একটি মহাসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয় ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে?
ক. একাকী দৌড়ে খ. সবাই একযোগে হেঁটে
গ. সবাই একযোগে দৌড়ে
ঘ. সবাই ডানে ও বাঁয়ে তাকিয়ে সাবধানে
১০. তোমার বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় অনেক ছেঁড়া কাগজ ও আবর্জনা পড়ে রয়েছে এবং ছাত্রছাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সে ক্ষেত্রে তুমি কী করবে?
ক. আমি একাই ওই আবর্জনা পরিষ্কার করব
খ. বড়দের সহায়তায় আবর্জনা পরিষ্কার করব
গ. বিষয়টি আমার শ্রেণী শিক্ষককে জানাব
ঘ. আমি অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করব
১১. বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলে, বিদ্যালয়ের একটি চারাগাছ ছাগলে খাচ্ছে। তখন তুমি কী করবে?
ক. ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করব
খ. ছাগলটি তাড়িয়ে দেব
গ. বিষয়টি বন্ধুদের জানাব
ঘ. বিষয়টি প্রধান শিক্ষককে জানাব
১২. তুমি বাড়ির নিকটবর্তী মাঠে খেলতে যাওয়ার পথে দেখলে এলাকার লোকজন মিলে ভাঙা রাস্তা মেরামত করছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. রাস্তা মেরামতের কাজ দেখব
খ. অন্য রাস্তা দিয়ে খেলতে যাব
গ. রাস্তা মেরামতের কাজে সাহায্য করব
ঘ. মেরামতে অন্যকে সাহায্য করতে বলব
১৩. তোমাদের ক্লাসের দুই সহপাঠীর মধ্যে ঝগড়া হয়েছে। বিষয়টি মীমাংসার সবচেয়ে ভালো উপায় কোনটি?
ক. প্রধান শিক্ষককে অবহিত করে
খ. উভয়কে বুঝিয়ে মধ্যস্থতা করে
গ. অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে
ঘ. শ্রেণী শিক্ষককে অবহিত করে
১৪. শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে?
ক. শিশু পাচার বন্ধ হবে খ. দেশের আয় বৃদ্ধি পাবে
গ. শিশুদের অধিকার রক্ষা হবে
ঘ. কলকারখানার উৎপাদন বাড়বে
১৫. বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষ মেলার আয়োজন করলে দেশের যে উপকার হবে—
ক. বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে
খ. শিক্ষার্থীরা গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবে
গ. শিক্ষার্থীরা মেলায় অনেক মজা করতে পারবে
ঘ. শিক্ষার্থীরা বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহিত হবে
১৬. মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল, ১৭৭১ খ. ১০ এপ্রিল, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭১ ঘ. ২০ এপ্রিল, ১৯৭১
১৭. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ ঘ. মওলানা ভাসানী
১৮. ১৯০৫ সালে কী হয়েছিল?
ক. সিপাহী বিদ্রোহ খ. বাংলা ভাগ
গ. ভারত বিভক্তি ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
১৯. কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন দাস
গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২০. কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৪৫ খ. ১৯৪৭ গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
২১. মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
ক. পানাম নগর খ. পুন্ড্র নগর
গ. পান্ডুয়া ঘ. ভাসুবিহার
২২. কোন রাজার শাসনামলে ‘সোমপুর মহাবিহার’ নির্মিত হয়?
ক. গোপাল খ. দেবপাল গ. ধর্মপাল ঘ. মহীপাল।
২৩. বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি?
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু
২৪. বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%
২৫. দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
২৬. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ খাদ্য ঘাটতি হয়?
ক. প্রায় ২৫ লাখ টন
খ. প্রায় ২৪ লাখ টন
গ. প্রায় ২৬ লাখ টন
ঘ. প্রায় ২০ লাখ টন
২৭. শুষ্কও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
২৮. বাংলাদেশে প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়?
ক. ৭০০০ খ. ৮০০০ গ. ৯০০০ ঘ. ১০০০০
২৯. কিসের অভাবে খরা হয়?
ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল
৩০. কোনটি মানবাধিকারের উদাহরণ?
ক. নির্যাতন করা খ. আটক রাখা
গ. শিশু পাচার ঘ. মত প্রকাশের স্বাধীনতা
৩১. কোনটি মানবাধিকারের লঙ্ঘন?
ক. নিরাপত্তা প্রদান
খ. ধর্মপালনের সুযোগ
গ. সবার সমান অধিকার
ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
৩২. ম্রো সমাজের মানুষ প্রধানত কোন ধর্মাবলম্বী?
ক. খ্রিষ্ট খ. সনাতন গ. সংসারেক ঘ. বৌদ্ধ
৩৩. দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক. সৎ ও যোগ্য ব্যক্তি
খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক
ঘ. প্রভাবশালী ব্যক্তি
৩৪. দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর
গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
৩৫. অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?
ক. সকলের সঙ্গে খেলাধুলা করে
খ. সকলের সঙ্গে বন্ধুত্ব করে
গ. চুপচাপ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে
ঘ. সকলের সঙ্গে মিলেমিশে থাকে
৩৬. গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. একজনের মত খ. দলনেতার মত
গ. দু-তিনজনের মত
ঘ. অধিকাংশের মত
৩৭. আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?
ক. বাড়ি খ. বিদ্যালয় গ. শ্রেণীকক্ষ ঘ. সব ক্ষেত্রে
৩৮. একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. সরকার খ. পরিবেশ গ. মানুষ
ঘ. ভৌগোলিক অবস্থা
৩৯. কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়?
ক. ১৯১০ খ. ১৯২০ গ. ১৯৩০ ঘ. ১৯৪০
৪০. নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?
ক. ম্রো খ. গারো গ. ত্রিপুরা ঘ. ওঁরাও।

২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১–১০ = ১০
ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন —।
খ. নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ — নবাব।
গ. মহাস্থানগড়ে — শিলালিপি পাওয়া গেছে।
ঘ. বাংলাদেশ একটি — প্রধান দেশ।
ঙ. জমির তুলনায় আমাদের জনসংখ্যা — ।
চ. ভূমিকম্পের সময় পুরোপুরি — থাকতে হবে।
ছ. মানুষ হিসেবে সবার — বেঁচে থাকার অধিকার আছে।
জ. আমাদের — দিয়ে রাস্তা পার হওয়া উচিত।
ঝ. অটিস্টিক বন্ধুরা আমাদের সঙ্গে — করতে চায় না।
ঞ. বিশ্বে শান্তি রক্ষার দায়িত্ব — পরিষদের।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১–১০ = ১০
ক. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?
খ. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
গ. লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন?
ঘ. বাংলাদেশে কয়টি সরকারি চিনিকল আছে?
ঙ. বাংলাদেশের প্রথম ও প্রধান সমস্যা কোনটি?
চ. মানবাধিকার কাকে বলে?
ছ. ‘গণতন্ত্র’ কথাটির অর্থ কী?
জ. কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?
ঝ. গারোদের সনাতনী ধর্মের নাম কী?
ঞ. জাতিসংঘ কখন গঠিত হয়েছিল?

৪। ক ও খ নং প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো: ৫–৮ = ৪০
ক. বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? মুক্তিযুদ্ধের দুটি কারণ ও তিনটি ফলাফল লেখো।
খ. মনে করো, তোমার পার্শ্ববর্তী গ্রামটি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় তোমার পাঁচটি করণীয় লেখো।
গ. মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি কয়টি? উপাধিগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো।
ঘ. পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের চারটি ফলাফল লেখো।
ঙ. বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন তা পাঁচটি বাক্যে লেখো।
চ. বাংলাদেশে পোশাকশিল্পের পাঁচটি গুরুত্ব লেখো।
ছ. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো।
জ. জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো।
ঝ. বাড়িতে মানবাধিকার চর্চার পাঁচটি উপায় লেখো।
ঞ. সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো।

No comments:

Post a Comment