Blogroll

Saturday, April 27, 2013

৫ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।-৩

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন: সৌর বিদ্যুৎ কী?
উত্তর: সূর্যের আলোর সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে সৌর বিদ্যুৎ বলে।
প্রশ্ন: তরল পদার্থের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: তরল পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই।
প্রশ্ন: তাপের প্রধান উৎস কী?
উত্তর: তাপের প্রধান উৎস হলো সূর্য।
প্রশ্ন: তাপের পরিবহন পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: যে পদ্ধতিতে কোনো বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত হয় অথচ পদার্থের অণুগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না তাকে তাপের পরিবহন পদ্ধতি বলে।
প্রশ্ন: তাপের পরিচলন পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: যে পদ্ধতিতে কোনো পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ বয়ে নিয়ে যায় তাকে পরিচলন পদ্ধতি বলে।
প্রশ্ন: তাপের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া বা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চারিত হয়, তাকে বিকিরণ পদ্ধতি বলে।
প্রশ্ন: শক্তির অপচয় কাকে বলে?
উত্তর: শক্তির যথাযথ প্রয়োগ না করে অকারণে শক্তি নষ্ট করাকে শক্তির অপচয় বলে।
প্রশ্ন: বায়বীয় পদার্থের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই।

প্রশ্ন: পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?
উত্তর: পদার্থের সাধারণ গুণ বা বৈশিষ্ট্য দুইটি—
যথা—
১. পদার্থ স্থান বা জায়গা দখল করে
২. পদার্থের ওজন আছে।
প্রশ্ন: গঠন অনুসারে পদার্থ কত প্রকার ও কী কী?
উত্তর: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার।
যথা—
১. মৌলিক পদার্থ ২. যৌগিক পদার্থ।

No comments:

Post a Comment