Blogroll

Sunday, April 14, 2013

দেশে অনুমোদিত সফটওয়্যার টেস্টারের সংখ্যা ১৫

সফটওয়্যার টেস্টিং পেশা নিয়ে সেমিনারে বক্তারা
দেশে দক্ষ সফটওয়্যার টেস্টার তৈরি খুবই গুরুত্বপূর্ণ। দক্ষ সফটওয়্যার টেস্টার ইঞ্জিনিয়ারদের দেশে-বিদেশে চাহিদাও রয়েছে। গতকাল ঢাকায় সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ার নিয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের সভাপতি ড. এম লুৎফর রহমান জানান, দুই বছর ধরে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড কাজ করেছে। বাংলাদেশে এ পর্যন্ত ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ড অনুমোদিত সার্টিফায়েড টেস্টার আছেন মাত্র ১৫ জন। ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি স্নাতকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এ পেশায়ও আগ্রহীর সংখ্যা বাড়বে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জার্মানির টেস্টিং বোর্ডের সদস্য ড. ম্যাথিয়াস হাম্বার্গ। তিনি তাঁর উপস্থাপনায় বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একজন টেস্ট ইঞ্জিনিয়ারের গুরুত্ব এবং পেশাগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

No comments:

Post a Comment