Blogroll

Friday, April 26, 2013

বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)

                                              বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)
                                                সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

 ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ:                                                                     ১ x ৪০ = ৪০
১। মধ্যম পথকে নির্বাণ লাভের শ্রেষ্ঠ উপায় বলা হয়েছে কারণ —
ক. কঠোর আচরণ এড়িয়ে চলে
খ. মুক্তিলাভের সহজ উপায়
গ. অল্প সাধনাতেই সম্ভব
ঘ. এটা কঠিন পথ
২। আড়ার কালাম ও রুদ্রক রামপুত্র কারা ছিলেন?
ক. ঋষি
খ. সন্ন্যাসী
গ. ব্রাহ্মণ
ঘ. দেবতা
৩। বুদ্ধ কিসের অজ্ঞানতা দূর করেছেন?
ক. ত্রিলোকের
খ. স্বর্গের
গ. ইহলোকের
ঘ. পরলোকের
৪। বুদ্ধ কয়জন ভিক্ষুকে নিয়ে প্রথম ভিক্ষুসংঘ গঠন করেন?
ক. ৩৯ জন
খ. ৪৯ জন
গ. ৫৯ জন
ঘ. ৬৯ জন
৫। তুমি সম্যক জীবিকাকে পছন্দ করো কারণ —
ক. ধনী হওয়ার পথ বলে দেয়
খ. ভালো কাজে উৎসাহিত করে
গ. ভালো কথা বলতে শেখায়
ঘ. সৎ জীবনযাপনে সাহায্য করে
৬। শ্রামণকে অবশ্যই হতে হবে —
ক. চঞ্চল
খ. অহংকারী
গ. দ্রুত খাবার গ্রহণকারী
ঘ. কঠোর নিয়মানুবর্তী
৭. কোন দুইজন শিষ্য বুদ্ধের ‘অগ্রশ্রাবক’ ছিলেন?
ক. আনন্দ ও সীবলী
খ. উপলি ও মহাকশ্যপ
গ. অনুরুদ্ধ ও মহাকচ্চায়ন
ঘ. সারিপুত্র ও মৌদগল্লায়ন
৮। সুশীল বালক বলতে কী বোঝায়?
ক. দুষ্ট বালক
খ. নিষ্ঠুর বালক
গ. চরিত্রবান বালক
ঘ. চরিত্রহীন বালক
৯। একমাত্র মানুষের পক্ষেই সম্ভব —
ক. মোহের বশবর্তী হয়ে শান্তি প্রতিষ্ঠা করা
খ. লোভ-লালসাগ্রস্ত হয়ে সচ্চরিত্র গঠন করা
গ. অমানবোচিত কর্ম দ্বারা সৎ গুণাবলি অর্জন করা
ঘ. সর্বজীবের প্রতি মৈত্রীভাব পোষণের দ্বারা বিশ্বশান্তি প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করা
১০। আমরা কয়টি দ্বারে কর্ম সম্পাদন করে থাকি?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
১১। কোন সংগীতিতে পূর্ণাঙ্গ ত্রিপিটক সংকলিত হয়?
ক. প্রথম সংগীতিতে
খ. তৃতীয় সংগীতিতে
গ. দ্বিতীয় সংগীতিতে
ঘ. চতুর্থ সংগীতিতে
১২। স্মরণীয় ও বরণীয় ব্যক্তিরা কীসের অধিকারী?
ক. সাধারণ চরিত্রের
খ. নির্মল চরিত্রের
গ. দূর্বল চরিত্রের
ঘ. সচ্চরিত্রের
১৩। বুদ্ধ প্রচারিত ধর্মের স্তুতিই হলো—
ক. ধর্ম বন্দনা
খ. প্রার্থনা
গ. বৌদ্ধধর্ম
ঘ. বুদ্ধকে শ্রদ্ধা প্রদর্শন
১৪। ভগবান বুদ্ধ কাদের নিকট তিন মাসব্যাপী অভিধর্ম দেশনা করেন?
ক. তাবতিংস দেবগণের নিকট
খ. সাধারণ মানুষের নিকট
গ. তির্যক প্রাণীদের নিকট
ঘ. নিরয়বাসীদের নিকট
১৫। অভিধর্ম পিটকে কয়টি গ্রন্থ আছে?
ক. দুটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
১৬। শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণকে বলে —
ক. নির্বাণ
খ. উপসম্পদা
গ. প্রব্রজ্যা
ঘ. উপোসথ
১৭। ভগবান বুদ্ধ কতজন ভিক্ষুকে উপলক্ষ করে কঠিন চীবর দান করেন?
ক. ত্রিশজন
খ. পাঁচজন
গ. নয়জন
ঘ. চারজন
১৮। ত্রিরত্ন বন্দনার উদ্দেশ্য হলো —
ক. বুদ্ধ, ধর্ম, সংঘের উন্নতি চাওয়া
খ. মন থেকে হিংসা, বিদ্বেষ, লোভ দূর করা
গ. ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন
ঘ. পরহিতে জীবন উৎসর্গ করা
১৯। সুখী হতে গেলে সব সময় কী করতে হয়?
ক. কুশল কর্ম
খ. প্রশংসা
গ. ভ্রমণ
ঘ. নিদ্রা
২০। পূর্বজন্মে পেত্নী কী রকম ছিল?
ক. কৃপণ ও লোভী
খ. মোটা
গ. দীর্ঘদেহী
ঘ. রোগা
২১। দান করলে কী হয়?
ক. মনের প্রসারতা বেড়ে চিত্তশুদ্ধ হয়
খ. গরিবরা সাহায্য পায়
গ. সম্পদের বণ্টন হয়
ঘ. পুণ্য অর্জিত হয়।

No comments:

Post a Comment