Blogroll

Saturday, April 27, 2013

খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)

  খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)
সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


 ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।                                                                         ১ x ৪০ = ৪০
১। যা আছে বলে মানুষ সবকিছু থেকে আলাদা—
ক. মন খ. দেহ গ. বুদ্ধি ঘ. আত্মা
২। বিপদে পড়লে যার নিকট আমাদের সাহায্য চাওয়া উচিত—
ক. প্রবক্তা খ. সাধু
গ. পবিত্র আত্মা ঘ. ঈশ্বর
৩। আত্মার শক্তি বৃদ্ধির জন্য নিয়মিতভাবে তুমি কী করবে—
ক. ঈশ্বরের উপাসনা খ. দয়ার কাজ
গ. নিয়মিত ব্যায়াম ঘ. পড়াশোনা
৪। বিশ্রামবারে আমরা যা করব—
ক. প্রার্থনা করব
খ. সারা দিন ঘুমিয়ে থাকব
গ. খেলাধুলা করে কাটাব
ঘ. কেনাকাটা করে কাটাব
৫। যোসেফের বাবা এবং ভাইয়েরা কেন মিসর গিয়েছিলেন।
ক. ধর্ম প্রচার করতে
খ. ভ্রমণ করতে
গ. যোসেফের সঙ্গে দেখা করতে
ঘ. দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য
৬। যিশু কাদের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেন?
ক. পিতার খ. মাতার
গ. মানবজাতির ঘ. সব জীবের।
৭। লোহিত সাগরে ডুবে যাওয়া থেকে ইস্রায়েল জাতিকে বাঁচালেন—
ক. মোশী খ. ঈশ্বর
গ. মোশীর লাঠি ঘ. যোসেফ
৮। কাপার্নাহূম কাহিনির মূল শিক্ষা—
ক. একমাত্র ঈশ্বর পাপ ক্ষমা করতে পারেন
খ. যিশু পাপ ক্ষমা করতে পারেন
গ. শাস্ত্রীরা পাপ ক্ষমা করতে পারেন
ঘ. ঈশ্বরের প্রতি বিশ্বাস পাপ থেকে মুক্তি দিতে পারে
৯। নিচের কোন ব্যক্তি প্রবক্তা ছিলেন না?
ক. সামুয়েল খ. যোয়েল গ. আমোস ঘ. ইসাইয়া
১০। মাদার তেরেসা তাঁর জীবন অতিবাহিত করেন—
ক. মিশনারি প্রতিষ্ঠায়
খ. দরিদ্র ও অবহেলিতদের সেবায়
গ. ধনীদের জন্য চিকিৎসাকেন্দ্র স্থাপনে
ঘ. খ্রিষ্টধর্ম প্রচারের জন্য
১১। ঈশ্বর নিচের কোন প্রাণিকে সবার আগে সৃষ্টি করেছেন?
ক. মাছ খ. পাখি গ. গরু ঘ. বাঘ।
১২। পবিত্র আত্মা যে আকারে নেমে এসেছিল—
ক. আগুন খ. কবুতর গ. মেঘ ঘ. আলো
১৩। খ্রিষ্টীয় জীবনে প্রবেশের সাক্রামেন্ট হলো—
ক. দীক্ষাস্নান, খ্রিষ্টপ্রসাদ ও হস্তার্পণ
খ. দীক্ষাস্নান, পাপস্বীকার ও রোগীলেপন
গ. খ্রিষ্টপ্রসাদ, হস্তার্পণ ও বিবাহ
ঘ. পাপস্বীকার, রোগীলেপন ও বিবাহ
১৪। খ্রিষ্টমণ্ডলী মানুষের সেবা করাকে তাঁদের অন্যতম দায়িত্ব হিসেবে বেছে নেন। কারণ—
ক. খ্রিষ্টধর্মে দীক্ষিত করা সহজ হয়
খ. সবাই খ্রিষ্টমণ্ডলীর প্রশংসা করে
গ. এতে ঈশ্বর খুশি হন
ঘ. সেবা করা একটি ভালো কাজ
১৫। তোমার এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানলে তোমার করণীয়—
ক. দ্রুত অন্যত্র চলে যাওয়া
খ. নিজের শরীরের যত্ন নেওয়া
গ. ত্রাণসামগ্রী পাওয়ার চেষ্টা করা
ঘ. পরস্পরকে সাহায্য করা
১৬। ঈশ্বরের দশ আজ্ঞা কয়ভাবে বিভক্ত?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি।
১৭। যিশুর শিক্ষা কী?
ক. আত্মীয়দের ভালোবাসা
খ. শত্রুদের ভালোবাসা
গ. বন্ধুবান্ধবীদের ভালোবাসা
ঘ. প্রতিবেশীদের ভালোবাসা
১৮। নরকে গেলে চিরকাল কোনটি পাব?
ক. প্রাচুর্য খ. আনন্দ গ. কষ্ট ঘ. সুখ
১৯। মা-বাবা আমাদের জন্য কী করেন?
ক. পোশাক কিনে দেন খ. পরিশ্রম
গ. পরামর্শদেন ঘ. আশীর্বাদ
২০। আমাদের জীবনের মালিক কে?
ক. মা-বাবা খ. ঈশ্বর গ. শিক্ষক ঘ. বিচারক
২১। হস্তার্পণ সিলমোহর কী?
ক. আগুনের ছাপ খ. গাছের ছাপ
গ. পবিত্র আত্মার ছাপ ঘ. আঙুলের ছাপ
২২। ক্যাথলিক ধর্ম মতে, সাক্রামেন্ট কয়টি?
ক. ৯টি খ. ৭টি গ. ৫টি ঘ. ৩টি।
২৩। হস্তার্পণ সাক্রামেন্ট গ্রহণ করে আমরা কী হয়ে উঠি?
ক. সাবালক খ. পরিপক্ব গ. ধার্মিক ঘ. নাবালক
২৪. কুষ্ঠরোগ থেকে মুক্তি লাভকারী দশজনের মধ্যে সামারীয় লোকটি ছিলেন কৃতজ্ঞ। যিশু তাঁর প্রশংসা করলেন। আমাদের উচিত রোগ-ব্যাধি থেকে মুক্তি পেলে—
ক. ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হওয়া
খ. সেবা-যত্নকারীদের প্রতি কৃতজ্ঞ হওয়া
গ. ডাক্তারের প্রতি কৃতজ্ঞ হওয়া
ঘ. অর্থ জোগানদাতাদের প্রতি কৃতজ্ঞ হওয়া
২৫। আমরা যে কারণে দেশপ্রেমিক হব, তা হলো—
ক. এটি আমাদের ধর্মের অঙ্গ
খ. এটি আমাদের সুখী করে
গ. এটি প্রমাণ করে যে আমরা মেধাবী
ঘ. এটি ঐক্য ও সংহতি বজায় রাখতে সাহায্য করে
২৬। হস্তার্পণ সাক্রামেন্ট হলো—
ক. খ্রিষ্টীয় জীবনে প্রবেশ
খ. খ্রিষ্টীয় বিশ্বাসের পরিপক্বতা
গ. খ্রিষ্টধর্ম প্রচারে সর্বশক্তি নিয়োগ
ঘ. আজীবন খ্রিষ্টান থাকার প্রতিশ্রুতি
২৭। যিশুর অনুসারী লোকেরা—
ক. কৌতুকপ্রিয়
খ. পিতার ইচ্ছা পালন করে চলে
গ. অন্যের সেবা করতে আগ্রহী হয় না
ঘ. রাষ্ট্রের আইন সম্পর্কেউদাসীন।

No comments:

Post a Comment