Blogroll

Sunday, April 14, 2013

গতি বাড়ল কিউবির


ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেটওয়ার্ক উন্নয়নের কাজ শেষ করেছে ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা কিউবি। ফলে কিউবি গ্রাহকরা এখন থেকে আরো দ্রুতগতির চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবা পাবেন। গতকাল রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কিউবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফিরোজ আহম্মেদ এ তথ্য জানান।
তিনি বলেন, নেটওয়ার্ক উন্নয়নের সুখবরটি সবার মধ্যে ছড়িয়ে দিতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। পহেলা বৈশাখ থেকে এর আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হবে। এদিন কিউবির ইন্টারনেট সংযোগ কোনো মূল্য ছাড়া সবার জন্য উন্মুক্ত থাকবে।
তিনি জানান, যাঁদের সংযোগ ইতিমধ্যে বন্ধ আছে তাঁরা ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাত দিনের জন্য তাঁদের অব্যবহৃত মডেম ব্যবহারের মাধ্যমে বিনা মূল্যে ট্রায়াল বা পরীক্ষামূলক সুবিধা উপভোগ করতে পারবেন। আর পুরনো গ্রাহকরা পুনরায় কিউবির সংযোগ ব্যবহারে আগ্রহী হলে তাঁদের বকেয়া বিলের ওপর তিন হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। প্রি-পে সংযোগ ব্যবহারকারীরা কার্ড রিচার্জের ওপর ২০০ শতাংশ পর্যন্ত বোনাস পাবেন বলেও জানান তিনি।

No comments:

Post a Comment