Blogroll

Saturday, April 27, 2013

ইসলাম ও নৈতিক শিক্ষা

সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

 
  সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                           ১×৪০ = ৪০
১. কোনটি মানুষ তৈরি করতে পারে না?
ক. পুকুর
খ. উদ্যান
গ. সমুদ্র
ঘ. উড়োজাহাজ
২. লন্ডনের পূর্বে পবিত্র কাবা শরিফ অবস্থিত। একজন মুসলমান লন্ডন থেকে কোনমুখী হয়ে নামাজ পড়বে?
ক. পশ্চিম
খ. দক্ষিণ
গ. উত্তর
ঘ. পূর্ব
৩. একজন মুসলমান বাড়ি থেকে কত মাইল দূরে গমন করলে সে কসর নামাজ পড়বে?
ক. ৪০ মাইল
খ. ৪৮ মাইল
গ. ৫৬ মাইল
ঘ. ৭২ মাইল
৪. আল্লাহ তাআলা পথিবীতে প্রথম কতজন মানুষ প্রেরণ করেছিলেন?
ক. একজন
খ. দুইজন
গ. তিনজন
ঘ. চারজন
৫. হজরত মুহাম্মদ (সা.)-এর পিতা মারা যান তাঁর—
ক. জন্মের আগে খ. জন্মের তিন মাস পর
গ. জন্মের ছয় মাস পর ঘ. জন্মের নয় বছর পর
৬. কোনটি ইসলামের খুঁটি বা স্তম্ভ নয়?
ক. ঈমান
খ. হজ
গ. কোরবানি
ঘ. সালাত
৭. ওহি কার বাণী?
ক. ওলি-দরবেশের খ. রাসূল (সা.)-এর
গ. আল্লাহ তাআলার ঘ. নবীর
৮. নিচের কোন নবী হজরত মুহাম্মদ (সা.)-এর উন্মত হবেন?
ক. হজরত ঈসা (আ.)
খ. হজরত ইব্রাহিম (আ.)
গ. হজরত মুসা (আ.)
ঘ. হজরত ইসমাইল (আ.)
৯. রোকেয়া নামাজের জন্য নিয়ত করার পর শরীরের কোথায় হাত বাঁধবে?
ক. নাভির ওপর
খ. নাভির নিচে
গ. বুকের ওপর
ঘ. বুকের নিচে
১০. কার দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়?
ক. পিতা-মাতার
খ. দাদা-দাদির
গ. ভাই-বোনের
ঘ. নানা-নানির
১১. আমাদের পালনকর্তা কে?
ক. আব্বা-আম্মা
খ. আল্লাহ তায়ালা
গ. ডাক্তার
ঘ. পির-মুর্শিদ
১২. খালিক শব্দের অর্থ কী?
ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা গ. রিজিকদাতা ঘ. দয়ালু
১৩. সর্বশেষ নবীর নাম কী?
ক. হজরত আবুবকর (রা)
খ. হজরত ঈসা (আ.)
গ. হজরত মুহাম্মদ (সা.)
ঘ. হজরত মুসা (আ.)
১৪. আল আসমাউল হুসনা বলা হয় কাকে?
ক. মানুষের গুণাবলিকে
খ. ফেরেশতার গুণাবলিকে
গ. আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে
ঘ. নবীগণের গুণাবলিকে
১৫. কাদিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা
গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা
১৬. ইবাদত শব্দের অর্থ কী?
ক. প্রার্থনা
খ. আনুগত্য
গ. দান করা
ঘ. সিয়াম সাধনা
১৭. সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
১৮. দীন ইসলামের সেতু কী?
ক. সালাত খ. সিয়াম গ. হজ ঘ. জাকাত
১৯. সালাতের আরকান কয়টি?
ক. পাঁচটি খ. সাতটি গ. তেরোটি ঘ. পনেরোটি
২০. ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
২১. আখলাক অর্থ কী?
ক. আচরণ খ. সদাচার গ. সুন্দর ঘ. উত্তম
২২. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. কাজের খ. সেবার গ. মুক্তির ঘ. বস্ত্রের
২৩. দেশপ্রেম অর্থ কী?
ক. দেশের গান করা
খ. দেশে বাস করা
গ. দেশকে দেখা
ঘ. দেশকে ভালোবাসা
২৪. মহানবী (সা.) কোথায় হিজরত করেছিলেন?
ক. কুফায় খ. তায়েফে
গ. মদিনায় ঘ. মিসরে
২৫. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাকে কী করেন?
ক. স্মরণ করেন
খ. ক্ষমা করেন
গ. শাসন করেন
ঘ. ত্যাগ করেন।                                                                            
২৬. ভালো কাজে একে অপরকে কী করবে?
ক. ধমক দেবে
খ. বাধা দেবে
গ. সাহায্য করবে
ঘ. ভালো কাজ বেশি করতে বলবে
২৭. সততা মানে কী?
ক. ধৈর্যধারণ খ. সরলতা
গ. সাধুতা ঘ. বিরোধিতা
২৮. হজরত বায়োজিত বোস্তামি (র.) কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ইরান খ. ইরাক গ. মিসর ঘ. লিবিয়া
২৯. মানুষ যা চেষ্টা করে তা-ই পায়, এটি কার উক্তি?
ক. মানুষের খ. ফেরেশতার
গ. মহানবী (সা.)-এর ঘ. আল্লাহ তাআলার
৩০. মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা খ. মানবাধিকার
গ. মানবধর্ম ঘ. মানবজাতি
৩১. প্রাকৃতিক পরিবেশ কোনটি?
ক. জানালা খ. দালান গ. দরজা ঘ. গাছপালা
৩২. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প
গ. অগ্নিকাণ্ড
ঘ. ঘূর্ণিঝড়
৩৩. মহানবী (সা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫২২ খ্রিষ্টাব্দে
খ. ৫৭০ খ্রিষ্টাব্দে
গ. ৬১০ খ্রিষ্টাব্দে
ঘ. ৬২২ খ্রিষ্টাব্দে
৩৪. হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম দুধমাতা কে ছিলেন?
ক. সোয়েবা
খ. হালিমা
গ. আম্বিয়া
ঘ. সালেহা
৩৫. কত বছর বয়সে হজরত মুহাম্মদ (সা.)-এর দাদা মারা যান?
ক. তিন বছর
খ. পাঁচ বছর
গ. সাত বছর
ঘ. আট বছর
৩৬. নবুয়তের কত সনে মহানবী (সা.)-এর মিরাজ হয়েছিল?
ক. দশম খ. একাদশ
গ. দ্বাদশ ঘ. চতুর্দশ
৩৭. মহানবী (সা.) কত সালে মদিনা হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে
খ. ৬১০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে
ঘ. ৬৩২ খ্রিষ্টাব্দে
৩৮. হজরত আদম (আ.) কিসের তৈরি?
ক. আগুন খ. পাথর গ. মাটি ঘ. পানি
৩৯. হজরত নূহ (আ.) কত বছর আল্লাহ তাআলার দীনের দাওয়াত দিয়েছিলেন?
ক. সাড়ে ছয় শ বছর
খ. সাড়ে নয় শ বছর
গ. সাড়ে আট শ বছর
ঘ. সাড়ে সাত শ বছর
৪০. হজরত সুলায়মান (আ.)-এর পিতার নাম কী?
ক. হজরত ঈসা (আ.)
খ. হজরত দাউদ (আ.)
গ. হজরত মুসা (আ.)
ঘ. হজরত ইব্রাহিম (আ.)
২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. আনুগত্যের জন্য — প্রয়োজন।
খ. আল্লাহ তায়ালা আমাদের —
গ. আমরা কথা দিয়ে কথা —।
ঘ. সালাত দীন ইসলামের —।
ঙ. সালাত — চাবি।
চ. ঢাকা শহরকে বলা হয় — শহর।
ছ. জীবনে — হজ করা ফরজ।
জ. পরস্পর সাক্ষাৎ হলে বলব —।
ঝ. পবিত্র কোরআন মজিদের ভাষা —।
ঞ. মদিনা সনদে —টি ধারা ছিল।
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. ঈমান শব্দের অর্থ কী?
খ. সারা বিশ্বের পালনকর্তা কে।
গ. আখিরাত মানে কী?
ঘ. আমাদের দীনের নাম কী?
ঙ. মুসাফির কাকে বলে?
চ. সাওম কাকে বলে?
ছ. জাকাত কাকে বলে?
জ. আকিকা কাকে বলে?
ঝ) মাখরাজ কয়টি?
ঞ) আনসার কারা?
৪. ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো। ৫×৮ = ৪০
ক. ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাঁচটি সুফল সম্পর্কে লেখো।
খ. আমরা পিতামাতার খিদমত করব কেন? পাঁচটি বাক্যে ব্যাখ্যা করো।
গ. জাকাতের মাশারিফ কয়টি ও কী কী বর্ণনা করো।
ঘ. আল্লাহ তায়ালার পাঁচটি গুণের নাম বাংলা অর্থসহ লেখো।
ঙ. মহানবী (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?
চ. দাঁত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাঁচটি গুরুত্ব বর্ণনা করো।
ছ. আমরা কীভাবে মানুষের সেবা করব? পাঁচটি বাক্যে লেখো।
জ. সূরা আল-ফিলের অর্থ লেখো।
ঝ. পবিত্র কোরআন মজিদে উল্লেখিত ১০ জন নবীর নাম লেখো।
ঞ. হজরত ইব্রাহিম (আ.) অগ্নিকুণ্ডে কীভাবে অক্ষত থাকেন পাঁচটি বাক্যে বর্ণনা করো।

No comments:

Post a Comment