Blogroll

Monday, April 22, 2013

বাংলাদেশ ও বিশ্বপরিচয়


প্রথম ও দ্বিতীয় অধ্যায়

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ’ থেকে  সঠিক উত্তরটি খাতায় লিখ, মিল করো ও ‘দ্বিতীয় অধ্যায়Ñআমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন’ থেকে শূন্যস্থান পূরণ করো  নিয়ে আলোচনা করা হলো।
প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ
সঠিক উত্তরটি খাতায় লিখ
১৬. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কত সময় ধরে হয়েছিল?
ক. দীর্ঘ এগারো মাস খ. দীর্ঘ নয় মাস
গ. দীর্ঘ তের মাস ঘ. দীর্ঘ আট মাস
উত্তর : (খ) দীর্ঘ নয় মাস।
১৭. বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধির দ্বিতীয় পুরস্কার কোনটি?
ক. বীরশ্রেষ্ঠ খ. বীর-উত্তম
গ. বীর-বিক্রম ঘ. বীরপ্রতীক
উত্তর : (খ) বীর-উত্তম।
১৮. বীরশ্রেষ্ঠ নয় কোন জন?
ক. সিপাহি মোস্তফা কামাল
খ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
গ. স্কোয়াড্রন লিডার রুহুল আমিন
ঘ. ল্যান্স নায়েক আবদুল লতিফ
উত্তর : (ঘ) ল্যান্স নায়েক আবদুল লতিফ।
১৯. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীকে কি বলা হতো?
ক. মায়াবাহিনী খ. মুক্তিফৌজ
গ. কাদেরিয়া বাহিনী ঘ. সামরিক বাহিনী
উত্তর : (খ) মুক্তিফৌজ।
২০. মায়াবাহিনী কার নেতৃত্বে গড়ে ওঠে?
ক. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
খ. বঙ্গবীর কাদের সিদ্দিকী
গ. সেলিনা পারভীন মায়া
ঘ. নুরুন নাহার মায়া
উত্তর : (ক) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
প্রশ্ন : বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করো।
উত্তর : ক. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানী।
খ. মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সহযোগী দেশীয় বাহিনী রাজাকার
গ. মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীরশ্রেষ্ঠ।
ঘ. যৌথবাহিনীর প্রধান ছিলেন লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
ঙ. মেজর খালেদ মোশাররফ কে ফোর্সের অধিনায়ক ছিলেন।
চ. জয় বাংলা ধ্বনি শুনলে পাক হানাদারদের বুক ভয়ে কেঁপে উঠত।
দ্বিতীয় অধ্যায়Ñআমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন
শূন্যস্থান পূরণ করো
১. নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ — নবাব। উত্তর : নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
২। প্রায় — বছর ধরে ইংরেজরা এদেশে রাজত্ব করে। উত্তর : প্রায় দুশো বছর ধরে ইংরেজরা এদেশে রাজত্ব করে।
৩। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশ বিরোধী — সংগ্রাম।
উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম।

No comments:

Post a Comment