Blogroll

Saturday, April 27, 2013

প্রাথমিক বিজ্ঞান

সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


  সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                  ১×৪০ = ৪০
১. কোন যানবাহনটি বায়ু দূষিত করে?
ক. মোটরগাড়ি খ. রিকশা
গ. বাইসাইকেল ঘ. গরুর গাড়ি
২. কোনটি জীবের শরীরে শক্তি উৎপাদনে প্রধান ভূমিকা রাখে?
ক. মাছ খ. ভাত
গ. মাংস ঘ. মিষ্টি কুমড়া
৩. পানি ও বায়ু কোন ধরনের পদার্থ?
ক. স্বচ্ছ পদার্থ খ. ঈষৎ স্বচ্ছ পদার্থ
গ. অস্বচ্ছ পদার্থ ঘ. স্বচ্ছ ও অস্বচ্ছ পদার্থ
৪. বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে কী দিয়ে তুমি লোহার গুঁড়োকে আলাদা করবে?
ক. লোহার দণ্ড খ. দস্তার দণ্ড
গ. কপার দণ্ড ঘ. চুম্বক দণ্ড
৫. পৃথিবীর প্রকৃত আকার কেমন?
ক. গ্লোব আকৃতির খ. সিলিন্ডার আকৃতির
গ. বল আকৃতির ঘ. ডিম্বাকৃতির
৬. বেশি ভিটামিন ও মিনারেল পাওয়ার জন্য তুমি নিচের কোন সারির খাদ্যগুলো বেশি খাবে?
ক. ফল ও সবজি খ. দুধ ও মাখন
গ. রুটি ও ভাত ঘ. মাছ ও মাংস
৭. নিচের কোন সারির দুটি উদ্ভিদে ফুল হয় না?
ক. আম, জাম খ. কলা, লেবু
গ. শৈবাল, ছত্রাক ঘ. সাইকাস, পাইনাস
৮. নিচের কোন প্রাণীটি কম পানি খেয়ে বাঁচতে পারে?
ক. সাদা ভালুক খ. জেবরা
গ. উট ঘ. ভেড়া
৯. নিচের কোন মাধ্যমটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত তথ্য বা সংবাদ পাঠাতে ব্যবহার করা হয়?
ক. ক্যামেরা খ. ইন্টারনেট
গ. ডিস এন্টেনা ঘ. রিমোট কন্ট্রোল
১০. নিচের কোনটি কৃষি ক্ষেত্রের প্রযুক্তি?
ক. কম্পিউটার খ. পাওয়ার টিলার
গ. এক্স-রে মেশিন ঘ. ফ্যাক্স মেশিন
১১. কোনটি প্রযুক্তির দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা খ. কৃষি
গ. যাতায়াত ঘ. দিন ও রাতের দৈর্ঘ্য
১২. তুমি তোমার এলাকার মানুষকে নিচের কোন রংয়ের নলকূপের পানি পান করতে নিষেধ করবে?
ক. সবুজ খ. লাল
গ. নীল ঘ. আকাশি
১৩. নিচের কোন লক্ষণটি দেখে তুমি বুঝবে একজন লোক সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে?
ক. ক্ষুধা বৃদ্ধি হওয়া খ. শরীরে ঘাম হওয়া
গ. নাক দিয়ে পানি ঝরা ঘ. চুলকানি হওয়া
১৪. কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. পানি খ. বায়ু
গ. প্রাকৃতিক গ্যাস ঘ. সৌরশক্তি
১৫. অনেক তথ্য অল্প জায়গায় ও সহজে বহন করার জন্য তুমি নিচের কোন যন্ত্রটি ব্যবহার করবে?
ক. পেনড্রাইভ খ. সিডি
গ. ভিসিডি ঘ. ল্যাপটপ
১৬. সাইকাস কোন ধরনের উদ্ভিদ?
ক. আবৃতবীজী উদ্ভিদ খ. নগ্নবীজী উদ্ভিদ
গ. শৈবাল ঘ. অপুষ্পক উদ্ভিদ
১৭. কাশফুল কোন ঋতুতে ফোটে?
ক. গ্রীষ্ম খ. বর্ষা
গ. শরৎ ঘ. শীত
১৮. কোনটি অমেরুদণ্ডী প্রাণী?
ক. তিমি খ. কই মাছ
গ. চিংড়ি ঘ. শুশুক
১৯. তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
ক. ভিটামিন ‘এ’ খ. ভিটামিন ‘বি’
গ. ভিটামিন ‘সি’ ঘ. ভিটামিন ‘ডি’
২০. শীতকালীন ফল কোনটি?
ক. কমলালেবু খ. তাল
গ. পেয়ারা ঘ. কলা
২১. কোন প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. কাক খ. মাছ
গ. গরু ঘ. সাপ
২২. সামুদ্রিক মাছে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়?
ক. ক্যালসিয়াম খ. আয়োডিন
গ. লবণ ঘ. সোডিয়াম
২৩. কোনটি বিদ্যুৎ পরিবাহী?
ক. শুকনা কাঠ খ. শুকনা বাঁশ
গ. স্পঞ্জের স্যান্ডেল ঘ. মানুষের দেহ
২৫. কোনটি ছোঁয়াচে রোগ?
ক. বাতজ্বর খ. হাঁপানি
গ. পাঁচড়া ঘ. রাতকানা
২৬. বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
২৭. স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি?
ক. পানি খ. খাওয়ার লবণ
গ. গুড় ঘ. লেবুর রস
২৮. নিচের কোনটি যকৃতের রোগ?
ক. কলেরা খ. টাইফয়েড
গ. জন্ডিস ঘ. ডায়রিয়া
২৯. কোনটি পদার্থ নয়?
ক. বায়ু খ. মাটি
গ. শব্দ ঘ. পানি
৩০. কোনটি মৌলিক পদার্থ?
ক. চিনি খ. পানি
গ. নিয়ন ঘ. লবণ।
৩১. আদমশুমারি কত বছর অন্তর হয়?
ক. পাঁচ বছর খ. ১০ বছর
গ. ১৫ বছর ঘ. ২০ বছর
৩২. নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ?
ক. সূর্য খ. চাঁদ
গ. মঙ্গল ঘ. শুক্র
৩৩. শরীরের ভেতরে ভাঙা হাড়কে শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. এক্স-রে খ. লেজার
গ. ইসিজি মেশিন ঘ. স্টেথোস্কোপ
৩৪. রেডিও-টেলিভিশনে কীভাবে তথ্যপ্রবাহ হয়?
ক. একমুখী খ. উভয়মুখী
গ. বহুমুখী ঘ. একমুখী ও দ্বিমুখী
৩৫. মাটি দূষণের জন্য দায়ী—
ক. প্লাস্টিক খ. কাগজ
গ. কাপড় ঘ. চামড়া
৩৬. কোনটি স্বচ্ছ পদার্থ?
ক. অপরিষ্কার পানি খ. কাঠ
গ. বায়ু ঘ. তেলে ভেজা কাগজ
৩৭. পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. গাছ কাটা খ. বর্জ্য পোড়ানো
গ. নদীতে বর্জ্য ফেলা ঘ. বন্যা
৩৮. কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে কী বলে?
ক. কী বোর্ড খ. মেমোরি
গ. মাইক্রোপ্রসেসর ঘ. মনিটর
৩৯. পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়?
ক. প্রযুক্তি খ. বিদ্যা
গ. বিজ্ঞান ঘ. দক্ষতা
৪০. সৌরজগতের কোনটির নিজের আলো আছে?
ক. পৃথিবী খ. চাঁদ
গ. সূর্য ঘ. শুকতারা।

২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. প্রাণী নিজের — নিজে তৈরি করতে পারে না।
খ. সূর্যের তাপে পানি — পরিণত হয়।
গ. আমাদের ঘিরে আছে —।
ঘ. পদার্থ — দিয়ে গঠিত।
ঙ. — ফুডে খাদ্য আঁশ নেই।
চ. সব উৎসের পানি — নয়।
ছ. চাঁদের নিজস্ব — নেই।
জ. প্রযুক্তির লক্ষ্য — নিয়ন্ত্রণ করা।
ঝ. তথ্যপ্রযুক্তিতে তথ্য হলো —।
ঞ. বায়ুতে — বেশি থাকলে আমাদের ঘাম হয়।

৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. একটি সংক্রামক রোগের নাম লেখো।
খ. সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
গ. নক্ষত্র কাকে বলে?
ঘ. অ্যাসিড বৃষ্টি কী?
ঙ. উইন্ডমিল কী?
চ. একটি কৃষি প্রযুক্তির নাম লেখো।
ছ. সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে?
জ. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ঝ. উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
ঞ. হাম ও বসন্ত রোগজীবাণু কিসের মাধ্যমে ছড়ায়?

৪. ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫×৮ = ৪০
ক. বায়ুদূষণের পাঁচটি কারণ উল্লেখ করো।
খ. সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার ছোট ভাই মবিনকে কী উপদেশ দেবে, তার পাঁচটি বাক্যে লেখো।
গ. চিত্রসহ পানি চক্র ব্যাখ্যা করো।
ঘ. বায়ুপ্রবাহ কী? বায়ুপ্রবাহের তিনটি ব্যবহার লেখো।
ঙ. শক্তির অপচয় ঘটে, এমন ঘটনার পাঁচটি উদাহরণ লেখো।
চ. সৌরজগতের একটি চিত্র অঙ্কন করো।
ছ. বিজ্ঞানের অপব্যবহারের পাঁচটি উদাহরণ লেখো।
জ. তথ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
ঝ. কালবৈশাখী ঝড় কেন হয়, তা ব্যাখ্যা করো।
ঞ. প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক জনসংখ্যার পাঁচটি প্রভাব লেখো।

No comments:

Post a Comment