Blogroll

Friday, April 12, 2013

Pabna University of Science and Technology

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা:          ২০০৮
ধরন:             পাবলিক বিশ্ববিদ্যালয়
আচার্য:           রাষ্ট্রপতি জিল্লুর রহমান
উপাচার্য:        প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন
অবস্থান:         পাবনা, বাংলাদেশ
ডাকনাম:        PUST
সংযুক্তি:         বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট:    http://www.pust.ac.bd/



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে পাবনায় প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহী বিভাগের ৫ম সরকারি বিশ্ববিদ্যালয়।
শিক্ষা কার্যক্রম
২০০৮-০৯ শিক্ষাবর্ষ হতে চার(৪) বছর মেয়াদী স্নাতক(সম্মান) ঃ বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ,বি.এস.সি , বি.বি.এ ও এক(১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু আছে। এই বিশ্ববিদ্যালয়ে পিএইচ,ডি ও এম,ফিলের ব্যবস্থাও আছে।
অনুষদসমূহ
১.ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদঃ
( i.ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ii.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, iii.ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, iv. ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ।)
২.বিজ্ঞান অনুষদ
( i.গণিত বিভাগ, ii.পদার্থ বিভাগ, iii.ভূগোল পরিবেশ ও নগর পরিকল্পনা বিভাগ।)
৩.বাণিজ্য অনুষদ
( i.ব্যাবসায় প্রশাসন বিভাগ, ii.অর্থনীতি বিভাগ, iii.বাংলা বিভাগ।)
ইন্সটিটিউটঃ আধুনিক ভাষা ইন্সটিটিউট ।

No comments:

Post a Comment