Blogroll

Friday, April 12, 2013

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা:          ১৯৯২
ধরন:             পাবলিক বিশ্ববিদ্যালয়
আচার্য:           রাষ্ট্রপতি জিল্লুর রহমান
উপাচার্য:         অধ্যাপক ড. কাজি শহীদুল্লাহ
কর্মচারী ও কর্মকর্তা:৫০,০০০
ছাত্র:              ১,২০,০০০
অবস্থান:         গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
সংযুক্তি:         বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট:    http://www.nu.edu.bd/


ঢাকার উত্তরে গাজীপুরের বোর্ডবাজারে ১১.৩৯ একর জমিতে ১৯৯২-এর ৩৭নং আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় টি প্রতিষ্ঠিত।শুরুতে এর লক্ষ্য ছিল বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলির (ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী বিশ্ববিদ্যালয়) উপর থেকে উচ্চশিক্ষা গ্রহণেচ্ছু ছাত্র-ছাত্রীদের অত্যধিক চাপ লাঘব করা এবং একইসাথে অধিভুক্ত কলেজগুলির মান উন্নয়ন।
শিক্ষা কার্যক্রম
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ নতুন সিলেবাসের মাধ্যমে ২০০১-'০২ শিক্ষাবর্ষ হতে চার(৪) বছর মেয়াদী স্নাতক(সম্মান) ও এক(১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করেছে।এছাড়া ও তিন(৩) বছর মেয়াদী স্নাতক(পাস) কোর্স রয়েছে।এই বিশ্ববিদ্যালয়ে পিএইচ,ডি ও এম,ফিলের ব্যবস্থাও আছে।
অনুষদসমূহ
১.কলা অনুষদ
( ১.বাংলা ২.ইংরেজি ৩.দর্শন ৪.ইতিহাস ৫.ইসলামিক স্টাডিজ ৬.ইসলামের ইতিহাস ৭.আরবি ৮.পালি ও সংস্কৃত)
২.সমাজ বিজ্ঞান অনুষদ
(১.অর্থনীতি ২.রাষ্ট্র বিজ্ঞান ৩.সমাজ বিজ্ঞান ৪.সমাজ কর্ম ৫.লোকপ্রশাসন ৬.নৃ-বিজ্ঞান ৭.গার্হস্থ্য অর্থনীতি)
৩.বিজ্ঞান অনুষদ
(১.পদার্থ ২.রসায়ন ৩.গণিত ৪.পরিসংখ্যান ৫.প্রাণীবিদ্যা ৬.উদ্ভিদবিজ্ঞান ৭.মনোবিজ্ঞান ৮.ভূ-ত্তত্ব ৯.ভূগোল ১০.কম্পিউটার বিজ্ঞান)
৪.বাণিজ্য অনুষদ
(১.হিসাব বিজ্ঞান ২.ব্যবস্থাপনা ৩.মার্কেটিং ৪.ফিন্যান্স ও ব্যাংকি)
৫.আইন অনুষদ
আইন বিভাগ

No comments:

Post a Comment