Blogroll

Friday, April 12, 2013

Hajee Mohammad Danesh Science & Technology University

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা:          ২০০২
ধরন:             পাবলিক বিশ্ববিদ্যালয়
আচার্য:           রাষ্ট্রপতি জিল্লুর রহমান
উপাচার্য:        অধ্যাপক ড. মো. আফজাল হোসাইন
অনুষদ:          ৮টি
কর্মচারী ও কর্মকর্তা:প্রায় ৩০০ জন
ছাত্র:              ১৫০০
অবস্থান:         বাঁশেরহাট, দিনাজপুর,বাংলাদেশ
প্রাঙ্গণ:           শহর হতে ১০ কিলোমিটার দূরে।
ডাকনাম:       (HSTU)হাবিপ্রবি
সংযুক্তি:         বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট:    http://www.hstu.ac.bd/


উত্তরান্ঞ্চলের মানবসম্পদ উন্নয়ন ও দেশের মানবসম্পদের বিশ্বব্যাপী গ্রহণযৌগ্যতা সৃষ্টির লক্ষে উত্তরবঙ্গের সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার উদ্যেশ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠা করা হয় রাজশাহী বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তেভাগা আন্দোলন এর জনক ও এ অন্ঞ্চলের জনদরদী কৃষকনেতা হাজী মোহাম্মদ দানেশ এর নামানুসারে এর নামকরণ করা হয়।
প্রতিষ্ঠার কথা
এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু ১৯৭৬ সালে এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনিস্টিটিউট (AETI) হিসেবে যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রী প্রদান করতো। ১৯৮৮ সালের ১১ নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিং এর অধিভুক্ত কলেজ ছিল। ২০০০ সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষে “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্হাপন প্রকল্প” গ্রহন করা হয়। ৮ জুলাই ২০০১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। ২০০২সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্হাপিত হয়। ১৬ই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড: মো: মোশাররফ হোসাইন মিঞাঁ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।এটি উত্তরবঙ্গ তথা রাজশাহী বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজী। কোর্স-ক্রেডিট-সেমিসটার পদ্ধতিতে পরিচালিত এ বিশ্ববিদ্যালয় বর্তমানে সেশনজট মুক্ত। বর্তমানে ৭টি অনুষদের অধীনে ৮ টি বিষয়ে শিক্ষাদান করা হয়। বর্তমানে ক্যাম্পাসের আয়তন ১০০ একর।
অনুষদসমূহ
১.অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (২০০৪)
২.কৃষি (২০০২)
৩.ব্যবসা শিক্ষা (২০০৩)
৪.মাৎসবিজ্ঞান (২০০৪)
৫.ভেটেরেনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (২০০৯)
৬.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (২০০৩)
৭.পোস্ট গ্রাজুয়েট স্টাডিস

বিষয়সমূহ
১। বিএসসি ইন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং
২। বিএসসি ইন এ্যাগ্রিকালচার (অনার্স)
৩। বিএসসি ফিসারিজ
৪। ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিন্সট্রেশন
৫। ডক্টর অফ ভেটেরেনারি মেডিসিন
৬। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারি
৭। টেলিকম্যুনিকেশন অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
৮। এগ্রিল অ্যান্ড বায়ো-রির্সোস ইঞ্জিনিয়ারিং
এছাড়াও পোস্ট গ্রাজুয়েট স্টাডিস অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে এমএস, এমবিএ ও পিএইচডি কোর্স চালু আছে।
৮টি অনুষদে মোট বিভাগের সংখ্যা ৪০ টি। এই বিশ্ববিদ্যালয়ে ৪০ টি লেকচার হল, ৩৫টি গবেষণাগার, ১০০ আসনের সেমিনার কক্ষ, শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ক্যাফেটরিয়া,জিমনেসিয়াম, খেলার মাঠ,জ্নিয়ারিং ওয়ার্কশপ, শিশু পার্ক, পোস্ট অফিস, ও রুপালী ব্যাংকের শাখা রয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরী ৩০০০০ টাইটেল বই, ম্যাগাজিন, জার্নাল, সিডি ও মাইক্রোফিল্ম সমৃদ্ধ। এ বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক গবেষণা জার্ণাল "জার্ণাল অফ সায়েন্স এন্ড টেকনোলজি" নিয়মিত প্রকাশিত হয়।
বৃত্তি ও সন্মাননা
সকল ছাত্রছাত্রী প্রতি সেমিস্টারে উর্ত্তীর্ণ হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ বৃত্তি পেয়ে থাকে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের জন্য ডীনস লিস্ট ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক সন্মাননার ব্যবস্থা আছে।
ক্লাব ও সংগঠন
১। ডিবেটিং সোসাইটি অফ হাবিপ্রবি
২। রোটারেক্ট ক্লাব অফ হাবিপ্রবি
৩। অর্ক সাংস্কৃতিক জোট
৪। সেঁজুতি নাট্যচক্র
৫। ফুড এন্ড প্রসেস ইন্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
৬। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন
৭। বিজনেস স্টাডিস প্লেসমেন্ট ক্লাব
৮। টেকনোলজি লারর্নাস ক্লাব
৯। ফিসারিজ অ্যাসোসিয়েশন


আবাসিক হলসমূহ
১। শহীদ নূর হোসেন হল
২। শহীদ ডঃ মাহফুজুর রহমান হল
৩। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল
৪। ভেটেরেনারী ছাত্র হল
৫। বেগম রোকেয়া হল

No comments:

Post a Comment