Blogroll

Friday, April 12, 2013

Khulna University of Engineering & Technology

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা:          ১৯৬৯
ধরন:             পাবলিক বিশ্ববিদ্যালয়
আচার্য:           রাষ্ট্রপতি জিল্লুর রহমান
উপাচার্য:         অধ্যাপক ড. মো. আলমগীর
ছাত্র:              ১৮৮৭
অবস্থান:         খুলনা, বাংলাদেশ
প্রাঙ্গণ:            ১০১ একর
ডাকনাম:         KUET
সংযুক্তি:          বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট:     http://www.kuet.ac.bd/



পরীক্ষার্থীদের যাতায়াত ও বাসস্হানের তথ্য:
দক্ষিণবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । ঢাকা ও খুলনার মধ্যে যোগাযোগ ব্যবস্হা খুবই উন্নত। ঢাকার গাবতলী হতে দিবা-রাত্রি সরাসরি ও ফেরী পারাপারে বাস সেবা রয়েছে। সোহাগ, হানিফ, ঈগল, দ্রুতি পরিবহন সর্বদা উন্নত যাত্রীসেবা দিয়ে থাকে। সাধারন চেয়ারের ভাড়া ১৮০-২০০৳ এবং চেয়ারকোচের ভাড়া ৩৫০-৩৮০৳। বাস খুলনা শহরে থামে। শহর হতে রিক্সা ও ভ্যানে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। এছাড়াও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে সুন্দরবন প্রভাতী ও নিশীথা এবং চিত্রা এক্সপ্রেস ট্রেনসেবা রয়েছে। ট্রেনভাড়া ২৩৫৳। খুলনাস্টেশন থেকে রিক্সা ও ভ্যানে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়।
ঢাকা থেকে খুলনা অথবা খুলনা থেকে ঢাকা যাওয়ার বিভিন্ন কাউন্টারের নম্বর নিচে দেওয়া হল:
সোহাগ পরিবহণ:
গুলশান কাউন্টার: ফোন-৮৮৫৭৯৩২,৭১৭১০৭৮
ফকিরাপুল কাউন্টার: ৯৩৩১৬০০
পান্তপথ কাউন্টার: ৯১৩২৩৬০
কলাবাগান কাউন্টার: ৮১২৬২৯৩
গাবতলী কাউন্টার: ৮০১২৬৭৪,৮০১২১৪৮
আরামবাগ কাউন্টার: ৭১০০৪২২
কমলাপুর কাউন্টার: ৯৩৩৪৩৫৩,০১৭১৪০৭২২৭৮
কল্যাণপুর কাউন্টার: ৮০৫৫৯০২
উত্তরা কাউন্টার: ৮৯৫৬৩৪৫,০১৭১১৬২৪৩৯০
সাভার কাউন্টার: ০১৭১১৮১৮৮৭৪
মানিকগণ্জ কাউন্টার: ০৬৫১-৬২৯৮২,০১৭২৪৫৩৩৩২৭
ব্রাম্মনবাড়ীয়া কাউন্টার: ০১৭১৪০৭২২৭৫,০১৭১৪০৭২২৭৬,০১৭১৪০৭২২৭৭
কক্সবাজার কাউন্টার: ৬৪৩৬১,৬৪৭২৬,০১৭১১৪০০২২২
চট্টগ্রাম কাউন্টার: ৬১৮৯৩০,৬১৬৫২০,০১৭১১৭৯৮৩৪৪
সিলেট কাউন্টার: ৭২২২৯৯,০১৭১১৪২০৫৫২
যশোর কাউন্টার: ৬৫০৬১,৬৫৪০৭,৬৬৯৩১,৬৭৬৫৫
খুলনা কাউন্টার: ৭২৫৩৯৭,০১৭১১৪২০৫৫১,৭৩১৮০৫,৭৩২২৫৫,৬৩২৩৬,০১৭১২২২৪৭৫১
বেনাপোল কাউন্টার: ৭৫২১০,০১৭১১২৫০৫৭৮
সাতখিরা কাউন্টার: ৬২৪৮৮,০১৭১১৪২০৫৫৩
হানিফ এন্টারপ্রাইজ:
২২/৩,ব্লক-বি,কলেজ গেট,ঢাকা, ফোন:৯১২০১১৬
শ্যামলী কাউন্টার:ফোন-৮১২৪৩৯৯,৮১২৫৩৪০,৮১২২৭০৭
কল্যাণপুরকাউন্টার:৯০০৮৪৮০,০১১৯০৩৭৮১৮০,০১১৯০৮২৯৭০৮,
০৪৪৭৪৪৫০১৪৪,০৪৪৭৪৪৫০১৪০,০৪৪৩৪৪৯৫০৫৮.
টেকনিক্যাল কাউন্টার:০৪৪৭৪৪০০১৮৫,০১১৯০১৮৮১৭০,০১৭২৬৯৭০০৩১
নবিনগর কাউন্টার:৭৭৯২০৬৩,০১৭১২১৪৯১৮২,০১৭১৫১৩২২০৬
গাবতলী কাউন্টার:৮০১১৭৪০,৯০০৩৩৮০
বগুড়া কাউন্টার:০৫১৬২৭১.
দিনাজপুর কাউন্টার:০৫৩১-৬৫৮২০
রংপুর কাউন্টার:০৫২১-৬২৪৬২
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বাংলাদেশের একটি সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত। পূর্বে এর নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি, খুলনা ও তারও আগে, খুলনা প্রকৌশল মহাবিদ্যালয়। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। এখানে প্রায় দু'হাজার ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর প্রকৌশল ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। এখানকার শিক্ষক সংখ্যা ১৩০-এরও অধিক। বিশ্ববিদ্যালয়টির অঙ্গন সম্প্রসারণে নতুন কিছু ভবন তৈরী করা হয়েছে যেমন- একাডেমিক ভবন, অডিটোরিয়াম কমপ্লেক্স, ছাত্রাবাস, গ্রন্থাগার, শিক্ষক ডরমিটরি ভবন ইত্যাদি। আরও কিছু ভবনের নির্মাণ কাজ চলছে।
প্রতিষ্ঠার কথা
১৯৭৪ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ১৯৮৬ সালের জুলাই মাসে একটি অধ্যাদেশের মাধ্যমে খুলনা বিআইটি তে পরিণত করা হয়। পরবর্তীতে সেপ্টেম্বার, ২০০৩ সালে এটিকে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়া হয়।

No comments:

Post a Comment