Blogroll

Wednesday, April 10, 2013

১১ই এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ফলাফল প্রকাশ | মাস্টার্স ভর্তির জন্য ফরম পূরণ শুরু

                ১১ই এপ্রিল, ২০১৩ইং বিকাল ৫টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ (একাডেমিক বর্ষ ২০১০ইং) ২৭ টি বিষয়ের ফলাফল প্রকাশ করা হবে।
                এই বছর মোট ১,৩৫,৬৯৫ জন ছাত্র-ছাত্রী ৩য় বর্ষের পরীক্ষা দিয়েছে।
                ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info এ প্রকাশ করা হবে।  ফলাফল SMS-এর মাধ্যমে পাওয়া যাবে। এর জন্য- Nu (স্পেস) h3 ( স্পেস ) রোল নং লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
কতৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার ৪ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হলো।

                 অন্য দিকে, ২০১০ শিক্ষাবর্ষের অধীনে  MA/MSS/MBS/M.Sc./M.Mus. ভর্তি ফর্ম পুরন ১০/০৪/২০১৩ ইং থেকে শুরু হবে এবং লেট ফি ছাড়া ২৩/০৪/২০১৩ইং পর্যন্ত চলবে।
                 লেট ফি-সহ ২৪/৯৪/২০১৩ইং থেকে ০৯/০৫/২০১৩ইং চলবে।   আরও বিস্তারিত জানতে- www.nu.edu.bd, www.nubd.infowww.nuadmission.com/mf -পরিদর্শন করুন।

No comments:

Post a Comment